Weather Today: একাধিক জেলায় ৪২ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, সপ্তাহের শুরুতেই নামবে স্বস্তির বৃষ্টি?
চৈত্রেই চরমে গরমের দাপট। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চার-পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। শেষ চৈত্রেই গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সর্তর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় লু বইতে পারে। তবে এই হাঁসফাঁস গরমের মধ্যেও এদিন আশার কিছুটা বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে আগামী সপ্তাহের শুরুতেই গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কাল থেকে তা আরও বাড়বে। আজ উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


















