West Medinipur News: প্রসূতিকে নিয়ে কাদায় আটক গাড়ি, রাস্তাতেই প্রসব ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বেহাল রাস্তার হাল ফের প্রকাশ্যে, রাস্তায় কাদায় চাকা আটকে গাড়িতেই প্রসব! ঢালাই রাস্তা মুখ ঢেকেছে কাদায়! পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গাড়িতে করে প্রসূতিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিপত্তি । কাদায় আটকে গেল গাড়ির চাকা, শত চেষ্টাতেও এগোল না গাড়ি । বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই গাড়িতেই প্র সব সন্তানের । বাড়ির সামনে রাস্তায় জমে থাকা কাদা পরিষ্কার করলেন নবজাতকের বাবা! প্রসূতিকে নিয়ে কাদায় আটক গাড়ি, রাস্তাতেই প্রসব! নারায়ণগড়ে উন্নয়নের বেহাল দশায় তোলপাড় । খবর সম্প্রচারের পরেই এলাকায় মহকুমা শাসক। 'ট্রাক্টর, ধান কাটার গাড়ির কাদাতেই রাস্তায় মাটি' । রাস্তায় মাটি জমে বিপত্তি, দাবি জেলা প্রশাসনের
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট


















