এক্সপ্লোর
Corona: উদ্বেগের দ্বিতীয় ঢেউ , দেশে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় লক্ষ
সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই ক্রমশ ভয়াবহ হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে রেকর্ড গড়ল। টানা পাঁচদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ২৭৫ জনের।
আরও দেখুন






















