Panchayat Election: কোচবিহারের সন্ত্রস্ত এলাকায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কথা বললেন ভোট-সন্ত্রাসে আক্রান্তদের সঙ্গে | ABP Ananda LIVE
কোচবিহারের সন্ত্রস্ত এলাকায় শুক্রবার পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট-সন্ত্রাসে আক্রান্তদের সঙ্গে কথা বলেন তাঁরা। পঞ্চায়েত-পর্বে হিংসার খতিয়ান নিতে রাজ্য়ে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। মঙ্গলবার কলকাতায় নেমেই হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়াদের পরিবারের সঙ্গে দেখা করেন তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা। রাজ্য়পালের সঙ্গেও বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানান তাঁরা। বৃহস্পতিবার বাসন্তীতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায়, রেখা ভার্মা ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল।






















