এক্সপ্লোর
Panchayat Elections : পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল । ABP Ananda Live
হুগলির জাঙ্গিপাড়ায় ২ নম্বর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে মারধরে বাধা দেওয়ায় প্রৌঢ় প্রতিবেশীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম ওই ব্যক্তি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও দেখুন






















