Lok Sabha Election 2024: 'গোটা দেশে ১৫টি আসনও জিততে পারবে না তৃণমূল',তেহট্টের সভা থেকে হুঙ্কার মোদির
West Bengal News: 'এই নির্বাচন দেশের নির্বাচন Lok Sabha Election 2024)। এটা গোটা হিন্দুস্থানের জন্য় সরকার নির্বাচন করার সুযোগ। দেশে সরকার কে গঠন করতে পারে? তৃণমূল কংগ্রেস (তো পুরো দেশে ১৫ট আসনও জিততে পারবে না। এবার আপনারা আমাকে বলুন তৃণমূল কংগ্রেস ১৫টা আসন নিয়ে সরকার গঠন করতে পারবে কি? আমাকে উত্তর দিন ১৫ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবে কি? কংগ্রেসও পুরো দেশে যতই শক্তি লাগিয়ে দিক, যতই শক্তি লাগিয়ে দিক এবার অর্ধ শতরান করা মুসকিল। ৫০ আসন পেতেও ওরা সমস্য়ায় আছে। এবার আমাকে বলুন ৫০ আসনও পাচ্ছে না, ওরা কি সরকার গঠন করতে পারবে কি? একসময়ে এখানে বামফ্রন্টের সূর্যাস্ত হত না, আজ কোথাও লাল ঝান্ডা নজরে পড়ছে না। ও তো....পড়ে রয়েছে। ওরা কি সরকার গঠন করতে পারে? এই নির্বাচনে স্পষ্ট যদি কেউ সরকার গঠন করতে পারে বিজেপি-এনডিএর সরকারই তৈরি হবে। এনডিএ ৪০০ পার হবে কি হবে না? আমাদের বিরোধীরা বলে ৪০০ পার হবে না। যারা ময়দানে কাজ করছেন তারা বলছেন ৪০০ পার হবে। ইন্ডিয়া জোটের লড়াই হচ্ছে লোকসভায় যে দল বিরোধী দল হিসেবে জিতে আসবে তার মধ্য়ে বৃহত্তম দল কে হবে। এরা এই জন্য় লড়ছে। মোদিকে কী জন্য় এত বেশি সাংসদ চাই? মোদির সবচেয়ে বেশি সাংসদ এই জন্য় চাই, যাতে সব লোকসভা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ দেশে যোগাযোগ, পরিকাঠামো, গ্রাম, গরিব, কৃষক, মহিলাদের উন্নয়নে অনেক কাজ হচ্ছে। আপনাদের এখানে বিজেপি-এনডিএ সাংসদ হলে আরও দ্রুত উন্নয়ন হবে। বিজেপি-এনডিএর সাংসদরা নিজেদের পরিশ্রমে নিজেদের কেন্দ্রে ৫-১০ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে যান। আপনারা বিজেপি সাংসদদের দেখেছেন বিগত ৫ বছরে কত পরিশ্রম করেছেন। নিজেদের লোকসভা কেন্দ্রের অনেক উন্নয়ন করেছেন। বিজেপি সাংসদকে জয়ী করলে উন্নয়ন দ্রুত হয়। আর যদি বিরোধীদের সাংসদ নির্বাচন করেন ওরা সংসদে হুল্লোড় করে সময় নষ্ট করে।' তেহট্টর সভা থেকে বক্তব্য় মোদির। ABP Ananda Live