Lok Sabha Election 2024: সমীক্ষা উড়িয়ে ইন্ডিয়া জোটের ভাল ফলের আশা সনিয়ার | ABP Ananda LIVE
INDIA Alliance: 'বুথ ফেরত সমীক্ষার উল্টো ফল হবে', মন্তব্য সানিয়ার। সমীক্ষা উড়িয়ে ইন্ডিয়া জোটের ভাল ফলের আশা সনিয়ার। দিবাস্বপ্ন দেখছেন, কটাক্ষ বিজেপির।
বসিরহাট লোকসভা (LokSabha Election 2024) কেন্দ্রে ভোট মিটতেই সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) ফিরল ১১৪ ধারা। আজ সকাল ৬টা থেকে সরবেড়িয়া-আগারহাটি, বয়ারমারি ১, বয়ারমারি ২ ও হাটগাছি, এই চারটি গ্রাম পঞ্চায়েতের ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। সন্দেশখালির (Sandeshkhali Incident) ন্যাজাট থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলা গড়াতে তুুমুল উত্তেজনা সন্দেশখালিতে। ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বাঁশ-গাছের ডাল হাতে মহিলারা। এক অভিযুক্তকে আটক করে বেরোনর পথে পুলিশের উপর চড়াও গ্রামবাসীরা। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন স্থানীয় মহিলারা। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে বিক্ষোভ। ABP Ananda Live