Lok Sabha Elections 2024: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা! 'গো ব্যাক'-'চাকরি চোর' স্লোগান
ABP Ananda LIVE: ভোটের (lok sabha election)আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের(tamluk) বিজেপি (bjp)প্রার্থীর। 'নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ'। '৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ'। 'সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী'। 'নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে'। 'ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস'। ডিজি পদ মর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে, অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(abhijit ganguly)। আরও খবর, ষষ্ঠ দফার ভোটের (lok sabha election phase 6)শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে (Tamluk Lok Sabha Constituency)। ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল হলদিয়ায়। আর এবার প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুধু তা-ই নয়, তিনি তাঁদের দুই এজেন্টকে 'অপহরণের' অভিযোগও তুলেছেন।