Lok Sabha Election: আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ, অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
ABP Ananda LIVE: ব্যারাকপুর (barrackpore)লোকসভার আমডাঙায় (Amdanga)ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জুতো ফেলে, চাষের জমি ধরে পালাতে শুরু করেন অভিযুক্তরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কড়া ধমক পুলিশের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিলেও ভোটারদের মুখে-চোখে আতঙ্কের ছাপ। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আরও খবর, : হুগলির (hooghly)ধনেখালিতে (dhaniakhali)তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি(bjp) প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (locket chatterjee)বচসা। বুথের কাছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘোরাঘুরি করার অভিযোগ। ধনেখালির ৮৩ নম্বর বুথে তৃণমূল ভুয়ো এজেন্ট বসিয়ে ভোট লুঠ করছে বলে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। মহিলা পুলিশ বুথের মধ্য়ে বসে রয়েছে, এই অভিযোগ পেয়ে বুথে যান হুগলির বিজেপি প্রার্থী। কার্যত ঘাড় ধাক্কা দিয়েই ভুয়ো এজেন্ট বলে অভিযুক্ত তৃণমূল কর্মীকে বুথ বার করে দেন লকেট। আরও খবর, বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। শুরু হয় তর্কাতর্কি। 'নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে', এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়।