Modi Meets Advani: এনডিএ-র সংসদীয় দলের বৈঠক সেরেই আডবাণীর কাছে মোদি
এনডিএ-র সংসদীয় দলের বৈঠক সেরেই লালকৃষ্ণ আডবাণীর কাছে নরেন্দ্র মোদি। বিকেলে রাষ্ট্রপতিভবনে সরকার গঠনের দাবি নিয়ে যাওয়ার আগে আডবাণী-মোদি সাক্ষাৎ। প্রাক্তন উপ প্রধানমন্ত্রীর কাছে সরকার গঠনের আগে আশীর্বাদ চাইলেন মোদি। আডবাণীর সঙ্গে সাক্ষাতের পর মুরলি মনোহর জোশীর কাছে গেলেন নরেন্দ্র মোদি।
বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। বৈঠক এনডিএ-র সংসদীয় দলের। সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে সিদ্ধান্ত।সূত্রের খবর, বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন । রবিবার সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। মেয়াদের পুরো সময় মোদি সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি নীতিশ কুমারের।