Mamata Banerjee: 'আপনি কি খাবেন, ভবিষ্যতে ঠিক করে দেবে বিজেপি', কোচবিহারের সভা থেকে মন্তব্য মমতার
West Bengal News" '৩ বছর ধরে বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না', 'বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বিজেপি', 'চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন', 'তদন্তে কিছু প্রমাণ করতে পারবেন না', 'একইসঙ্গে উত্তরপ্রদেশ নিয়েও শ্বেতপত্র প্রকাশ করুন'। মোদি সরকারকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের, 'দেশ বেচে দিচ্ছে, আগামীদিনে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না', 'আপনি কি খাবেন, ভবিষ্যতে ঠিক করে দেবে বিজেপি', 'এক দেশ এক ভোট মানে দেশে আর নির্বাচন হবে না', 'স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে', 'দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে সরাতে হবে', 'নির্বাচন এলে যুদ্ধ-যুদ্ধ খেলা খেলে মানুষের মন ঘুরিয়ে দিতে পারে', 'ভোটের আগে অশান্তিও করতে পারে', 'আপনাদের প্রার্থী গুন্ডাদের সর্দার, তিনি আবার আগুন জ্বালাবেন', 'কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না', 'ওরা চায় হিংসা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট বানচালের চেষ্টা করবে', 'ইভিএম-ভিভিপ্যাটের চিপ কে তৈরি করেছে, কমিশন কেন বলছে না?' কোচবিহারের সভা থেকে মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ABP Ananda Live






















