(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Elections 2024 Result: রাজ্য়ে সবচেয়ে বেশি ভোটে জিততে চলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! ABP Ananda Live
ABP Ananda Live: নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরুপাচার, একের পর এক মামলায় নাম জড়িয়েছে দলের নেতা-মন্ত্রীদের। ঘন ঘন কেন্দ্রীয় তদন্তাকরী সংস্থার ঘরে ডাক পড়ছে অন্য নেতাদেরও। সেই নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন বিরোধীরা। কিন্তু তৃণমূলের ভোটবাক্সে তার কোনও প্রভাবই পড়তে দেখা যাচ্ছে না আপাতত। মঙ্গলবার দুপুর ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩১টি আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। বাংলায় ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে চলা বিজেপি ১০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। (West Bengal Loksabha Elections Result)
লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্ব থেকেই এযাবৎ বাংলায় ক্ষমতাবৃদ্ধির দাবি করে এসেছে বিজেপি। রাজ্যে ৩০টির বেশি আসন পাওয়া থেকে এবার তাদের কেউ আটকাতে পারবে না বলে দাবি উঠেছে গেরুয়া শিবির থেকে। প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষাতেও দেখা গিয়েছিল, বাংলায় বিজেপি ৩০টির কাছাকাছি আসন পাবে। কিন্তু এদিন দুপুর পর্যন্ত সেই লক্ষ্য থেকে অনেক দূরে বিজেপি। বরং তৃণমূল কখনও ২৯ থেকে ৩০, কখনও আবার ৩১টি আসনে এগিয়ে গিয়েছে। (TMC Elections Result in West Bengal)
এদিন দুপুর ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, সেই নিরিখে, ২ লক্ষ ৬৫ হাজার ভোটে ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। ঘাটালে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন দেব। কলকাতা দক্ষিণে মালা রায় এগিয়ে রয়েছেন ৯৮ হাজার ভোটে।