Loksabha Election 2024: পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট | ABP Ananda LIVE
পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT। বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট বুথ ১ হাজার ৯৩০টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ সাড়ে ৫০০। বনগাঁয় কেন্দ্রীয় বাহিনী থাকছে ৫৫ কোম্পানি, QRT ৪৪। ব্যারাকপুর লোকসভায় মোট ১ হাজার ৫৯১টি বুথের মধ্যে ১ হাজার ৬৯টি বুথ স্পর্শকাতর। ব্যারাকপুরে মোতায়েন থাকছে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৫১। হাওড়া লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা ১ হাজার ৮৯৫। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬০৫টি। উলুবেড়িয়া লোকসভায় ১ হাজার ৮৬৩টি বুথের মধ্যে ৬৯৪টি স্পর্শকাতর বুথ রয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটে মোতায়েন থাকছে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৭৫। হাওড়া গ্রামীণে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ১০৫। শ্রীরামপুর লোকসভায় মোট বুথ ২ হাজার ৭৬টি। ১ হাজার ২৩৬টি স্পর্শকাতর বুথ। আরামবাগ লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা সবথেকে বেশি ২ হাজার ৭৮টি। এর মধ্যে ১ হাজার ৭৭০টি বুথ স্পর্শকাতর। হুগলি লোকসভায় মোট ২ হাজার ৪৮টি বুথে ভোট হচ্ছে। পঞ্চম দফায় এই আসনেই সবথেকে বেশি ১ হাজার ৭৮৭টি স্পর্শকাতর বুথ রয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ৫৫। হুগলি গ্রামীণ এলাকায় ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, QRT ১৬৬।