Mamata Banerjee in Jhargram: 'মারলেও আমাকে আটকাতে পারবে না BJP, আমরা জিতবই', হুঙ্কার Mamata-র
আজ ঝাড়গ্রামে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘বাংলার মা-ভাই-বোনেদের আন্ডারএস্টিমেট করবেন না। তাঁরা সব কিছু করতে পারে। বিজেপির গুণ্ডারা যদি লুঠ করতে আসে বাংলার মায়েরা হাতা-খুন্তি নিয়ে রুখে দাঁড়াবে, বলবে আমরাও পারি। অত্যাচারের বদলে অত্যাচার নয়, আমরা শান্তির বাংলা গড়ব। বিজেপি সারা ভারতবর্ষে বেকারত্ব ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। নরেন্দ্র মোদি নির্বাচনের সময় বড় বড় মিথ্যা কথা বলে। বিজেপি বাইরে থেকে ১ হাজার নেতা আর হাজার হাজার বহিরাগত গুণ্ডা নিয়ে এসেছে। ওরা বাংলা দখল করতে চায়।’ বিভিন্ন প্রকল্পে বাংলা কতটা এগিয়ে রয়েছে সেই তালিকাও তুলে ধরেন মমতা। তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমি যাতে কাজ করতে না পারি, তার জন্য আমাকে মেরেছে। আমাকে মারলেও আমাকে আটকাতে পারবে না বিজেপি। বিজেপিকে হারিয়ে আমরাই জিতব।’