Mamata Banerjee's oath ceremony: হবে না আড়ম্বর, রাজ্যপালের কাছে শপথ নেবেন মুখ্যমন্ত্রী
কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শপথগ্রহণ অনুষ্ঠান। অনাড়ম্বরভাবে হবে এই অনুষ্ঠান। রাজ্যপালের কাছে একাই শপথ নেবেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক ও অ-রাজনৈতিক ব্যক্তিত্বকে। সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আগামীকাল সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির তরফে দিলীপ ঘোষকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম সহ দলের নেতৃত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুকেও। কোভিড প্রোটোকল মেনে হবে অনুষ্ঠান। রাজ্য পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অফ অনার।






















