Mamata Khejuri Rally: 'পিএম কেয়ার্স, নোটবন্দির টাকা কোথায় গেল?' খেজুরিতে আক্রমণাত্মক মমতা
আজ হলদিয়ার পাশাপাশি খেজুরিতে সভা করলেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। এদিন তিনি বলেন, ‘আমাকে এই জেলায় আসতে দেওয়া হতো না। এখন আমি সব জায়গায় যাই, কেউ বাধা দিতে পারে না। কে বাধা দেবে আমায়, তোমরা কে হরিদাস। দলত্যাগীরা বিশ্বাসঘাতক, গদ্দার। আমার সঙ্গে থাকতে থাকতেই বিজেপির সঙ্গে সম্পর্ক রাখত। BJP হিংসুটে দল। বাংলা এগিয়ে যাচ্ছে বলে বিজেপির হিংসা হচ্ছে। সাধারণ মানুষ ৫০০ টাকা চুরি করলে তাদের তোলাবাজ বলছে, আর বিজেপি নিজে কোটি কোটি টাকা চুরি করছে। পিএম কেয়ার্সের টাকা কোথায় গেল কোথায়? বেসরকারিকরণ করে কত টাকা আসছে তার জবাব দিতে হবে বিজেপিকে। কয়েকজনকে উজ্জ্বলার গ্যাস দিয়েছিল লোকসভা ভোটের আগে। এখন সব টাকা বিজেপির নেতারা খেয়ে নিয়েছে। আমার দেওয়া বিনামূল্যের চাল ফুটিয়ে খেতে ৮০০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে। কৃষকদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিজেপি ভোট পাবে না, হেরে যাবে। রাজনৈতিক খেলা হবে।’