Modi’s Brigade Rally: বাংলায় শিল্প বলে কিছু নেই, প্যারাটিচারদের পাওনা থেকে বঞ্চিত করছে TMC সরকার: অর্জুন
আজ ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভা। উপস্থিত থকছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), শ্রাবন্তী (Shrabanti), হিরণ (Hiran), রিমঝিম (Rimjhim), রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) মতো সেলেবরা। থাকছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), দিলীপ ঘোষের (Dilip Ghosh), অর্জুন সিংহের (Arjun Singh) মতো রাজ্যের শীর্ষ নেতৃত্ব। দুপুর ২টোয় শুরু হচ্ছে এই সভা। এদিন অর্জুন বলেন, ‘মঞ্চে মিঠুনদা উপস্থিত হওয়ায় সবাই আনন্দিত। এই রাজ্যকে ১০ বছর ধরে শোষণ করেছে TMC। জুট, চা বাগান প্রভৃতি রাজ্যের বিভিন্ন শিল্পক্ষেত্রে কাজ করত হাজার হাজার শ্রমিক, সেই সব শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। সরকারি চাকরিতে শূন্যপদ থাকলেও মমতা সরকার তা পূরণ করছে না। প্যারাটিচার (Para-teacher) সহ সব ক্ষেত্রের কর্মীরা বিক্ষুব্ধ। কেন্দ্রীয় সরকারের দেওয়া কোন টাকাই এই সরকার কর্মীদের দেয় না। মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কাটমানি (Cut money) খাচ্ছে।’ বিভিন্ন ক্ষেত্রে ‘কমিশন’-এর প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ করলেন তিনি।