(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যুতে উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজার পার! একদিনে ৭৭ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই ২২জনের মৃত্যু, উঃ ২৪ পরগনায় মৃত ১৬। ভোটের আগে বীরভূমে ৪ জনের মৃত্যু। চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং।
করোনায় মৃত তৃণমূল প্রার্থী, উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের স্ত্রীর। সুদীপ জৈনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় খড়দা থানায় অভিযোগ দায়ের। প্রতিক্রিয়া মেলেনি কমিশনের।
বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কমিশনের ষড়যন্ত্রেই তৃণমূল প্রার্থীর মৃত্যু। কঠোর শাস্তির দাবি করে আক্রমণে ডেরেক ও ব্রায়েন। কমিশনের গাইড লাইন না মানাতেই মৃত্যু, রাজনীতি করে লাভ নেই, পাল্টা অর্জুন সিংহ।
নির্বাচন কমিশনের সক্রিয়তাই সার, শেষ দফার ভোটের আগে জেলায় জেলায় ডিসিআরসিতে উধাও করোনা বিধি। ভিড়ে মধ্যেই ভোটের প্রস্তুতি।
কোভিড ওয়ার্ডে রাত থেকে পড়ে ৩ করোনা আক্রান্তের মৃতদেহ। তার মধ্যেই আর্মহার্স্ট স্ট্রিটের মাড়োয়ারি হাসপাতালে বাকি রোগীদের দিনযাপন। পুরসভার বিরুদ্ধে দেহ না নিয়ে যাওয়ার কারণ দেখাল হাসপাতাল।
অক্সিজেনের সঙ্গে এবার অ্যাম্বুল্যান্সের আকাল। লেকটাউনে বাড়িতেই করোনা আক্রান্তের মৃত্যু। অক্সিজেনের অভাবে আরামবাগ হাসপাতালের সামনে অ্যাম্বুল্যান্সেই রোগীর মৃত্যুর অভিযোগ। বন্টন নিয়ে কেন্দ্রকে আক্রমণে রাজ্য।