Morning Headlines: আজ দক্ষিণে Narendra Modi, উত্তরে Mamata Banerjee, জমজমাট বঙ্গ-রাজনীতি
ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ ব্রিগেডে জনসভা। রাত থেকেই কলকাতামুখী বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা। প্রার্থীতালিকা ঘোষণার পর উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) মিছিল। সোমবার নারী দিবসে কলকাতায় পদযাত্রা। নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীই প্রার্থী। অপরদিকে ডেবরায় দুই প্রাক্তন আইপিএসদের (IPS) মধ্যে লড়াই। ডেবরায় বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ (Bharati Ghosh)। ডেবরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)। ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটর অশোক দিন্দা (Ashoke Dinda)। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে দোলাচলে বিজেপি। টিকিট না পাওয়ায় ক্ষোভে তৃণমূল ছাড়ছেন একদা মমতার ছায়াসঙ্গী সোনালি (Sonali Guha)। মুকুলের সঙ্গে কথা। দল ছাড়ার দাবি জটু লাহিড়ির। পাশে প্রার্থী, ভোটে টিকিট না পেয়ে প্রকাশ্যে মঞ্চেই কাঁদলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA)। চাপড়ায় নির্দল প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দিয়ে কান্নায় ভাঙলেন ব্লক সভাপতি। অতিমারিতে জীবন-জীবিকা ভারসাম্য রক্ষা নিয়ে সংঘাত। দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে জবাব-পাল্টা জবাব মহুয়া-তথাগতর। অজানা সঙ্কট, ব্যর্থতার অভিযোগ ঠিক নয়, পাল্টা হর্ষ।