(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Top Story: দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা, সঙ্গে আরও খবর
সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষ। আহত কমপক্ষে আটজন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রেক ফেল করে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।
নন্দীগ্রাম কাণ্ডের দুই দিন পর এসএসকেএম (SSKM) থেকে ছাড়া পেলেন মুখ্য়মন্ত্রী। হুইল চেয়ার ব্য়বহারের জন্য পরলেন বিশেষ ধরনের স্যান্ডেল। পায়ে ফোলা কম। নতুন করে করা হল প্লাস্টার।
এসএসকেএমের তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে সাবধানে হাঁটাচলা করতে হবে। হুইল চেয়ার করে যাতায়াত করতে হবে। সবসময় বিশেষ ধরনের স্যান্ডেল পরে থাকতে হবে। সাতদিন পর মুখ্য়মন্ত্রীকে চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে।
এসএসকেএম থেকে মমতাকে নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে যান হাইকোর্টের প্রধান বিচারপতি ও মেধা পটেকর। যান তৃণমূল সাংসদ দেবও।