Tathagata Roy on BJP: 'মদন মিত্রের সঙ্গে সেলফি! রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন মহিলাদের কেন BJP-র টিকিট?' তোপ তথাগত রায়ের
বিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির (BJP) প্রার্থী করা নিয়ে বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের (Tathagata Roy)। ট্যুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। লেখেন, "এইসব তারকাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই মহিলারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন। এঁরা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন নির্বাচনের মাত্র একমাস আগে। এঁরা প্রত্যেকেই নির্বাচনে হেরে ভূত হয়েছেন। কিন্তু এই মহিলাদের কী গুণ আছে? এঁদের কে আর কেনই বা টিকিট দেওয়া হয়েছিল? কৈলাস, শিবপ্রকাশ, দিলীপ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী? বিজেপির টিকিট পেলে নির্বাচনের কাজের জন্য যথেষ্ট অর্থও পাওয়া যায়। এর কি অন্য কোনও উদ্দেশ্য আছে তাহলে?" তিনি এই প্রার্থীদের 'নগরীর নটী' বলেও সম্বোধন করেন।
তিনি আরও বলেন, "ভারতীয় জনতা পার্টি যাদের বিধানসভা নির্বাচনের জন্য টিকিট দিয়েছেন তাঁদের কিছু না কিছু গুণ তো থাকতে হবে। কিছুই নেই। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনও সম্পর্কই নেই। হঠাৎ কোথা থেকে এল? শুধু যাঁদের নাম বলেছি তাঁরা নন অভিনেতারাও আছেন। মহিলা প্রার্থীদের কথা বলা হয়েছে কারণ তাঁরা নৌকা বিহার করেছেন মদন মিত্রের (Madan Mitra) সঙ্গে। সেলফি তুলেছেন। এগুলো রাজনৈতিক নেতৃত্বরা করতে পারেন? রাজ্য নেতৃত্বের কথা অনুযায়ী, কেন্দ্রের নির্বাচন সমিতি কাদের টিকিট দেওয়া হবে তা ঠিক করেছেন।"