WB Election 2021: শীতলকুচির ঘটনা ‘গণহত্যা’, ২০০৭-এর নন্দীগ্রামের সঙ্গে তুলনা মমতার
শীতলকুচিকাণ্ডকে গণহত্যা বলে ২০০৭ সালের নন্দীগ্রামের সঙ্গে তুলনা টানলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর উস্কানিতেই এত বড় ঘটনা, পাল্টা বিজেপি।
কেন মৃত আনন্দ বর্মণের নাম নিচ্ছেন না মমতা? রাজবংশী বলে। তোষণের রাজনীতি, অভিযোগ অমিত শাহের। উনি অর্ধসত্য বলছেন। যা মিথ্যার থেকেও ভয়ঙ্কর, পাল্টা তৃণমূল।
সমবেদনার বদলে হুঙ্কার দিলীপ ঘোষের (Dilip Ghosh)। হুঙ্কার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee)। ফোর্সের বন্দুকের ট্রিগার কার হাতে? প্রশ্ন মহম্মদ সেলিমের।
‘মডেল কোড অফ কনডাক্ট’ না কি ‘মোদি কোড অফ কনডাক্ট’? বিজেপিকে খুশি করতেই কোচবিহারে ঢুকতে দেয়নি নির্বাচন কমিশন, তোপ মমতার। শীতলকুচিতে আত্মপক্ষার্থে গুলি বাহিনীর, মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।






















