(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Election 2021: BJP-র টিকিট পেয়ে কী প্রতিক্রিয়া অর্থনীতিবিদ অশোক লাহিড়ি ও অবসরপ্রাপ্ত সেনাকর্তা সুব্রত সাহার?
রাসবিহারী (Rasbihari) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল সুব্রত সাহা (Subrata Saha)। বিজেপির হয়ে নির্বাচনে লড়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রায় ৪০ বছর সীমান্ত থেকে দেশের সেবা করেছি। এখন নিজের জন্মস্থানে ফিরে এসে দেশের সেবা করব। নিজের জায়গায় নিজের মানুষের জন্য সেবা করতে চাই।’ বিজেপি দলকে বেছে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে দেখতে হবে। বিজেপির সঙ্কল্পপত্র দেখলে বোঝা যাবে সেখানে বাংলার ভবিষ্যৎ রয়েছে। অন্য রাজ্যগুলিতে বিজেপি অনেক উন্নয়ন করেছে। আমাদের রাজ্যেও হবে। তাছাড়া এত বছর ধরে রাজ্যে যে সন্ত্রাস চলছে, তা থেকে মানুষকে রক্ষা করতে হবে।’ অন্যদিকে বালুরঘাটের বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। তিনি বলেন, ‘আমি কলকাতায় মানুষ হয়েছি। বাইরে গেলেও মন কলকাতাতেই ছিল। তাই বাংলার জন্য কিছু করার ইচ্ছা ছিল। এখানে যা উন্নয়ন হতে পারতো, তার থেকে অনেক কম হয়েছে। তাই আমি নিজে কিছু করার জন্য এই সুযোগটা নিয়েছি’। বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, ‘রাজনীতি আমার পেশা নয়, আমার পেশা অর্থনীতি। তাই যেখানে অর্থনৈতিক উন্নতির সুযোগ পাব, সেখানেই থাকব।’