West Bengal Election 2021: হার আপনার সামনে, স্বীকার করুন, মমতাকে আক্রমণ মোদির
হার আপনার সামনে, স্বীকার করুন। ফের বাংলায় ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নরেন্দ্র মোদির। নন্দীগ্রামে ভাল ভোট হয়েছে। মানুষ রুখে বুঝিয়ে দিয়েছে তাঁরা কী করতে পারে, পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই আজ বারাণসী নিয়েও খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। জবাব এসেছে শাসক শিবির থেকেও।
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উন্নয়ন করেননি। উনি শুধু প্রাসাদ বানিয়েছেন। এই বলেই কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা দক্ষিণ ২৪ পরগনার কুলপির সভা থেকে বিজেপির ডাবল ইঞ্জিনের দাবিকে জিরো বলে কটাক্ষ করলেন মমতা।
বাঁকুড়ার বড়জোড়ায় ভোট-পরবর্তী অশান্তি। আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল।
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে দেড়মাসের মধ্যে নাগরিকত্ব কার্ড চালু করা হবে। ঠাকুরবাড়িতে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিন্হা। নাগরিকত্ব নিয়ে বিজেপির মিথ্যে প্রচার, পাল্টা দাবি তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের।
ভোটের বঙ্গে বেনজির ছবি। কাটোয়ায় পার্টি অফিসে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়োৎসব পালন করলেন তৃণমূল কর্মীরা। স্লোগান উঠল, ভাঙা পায়ে খেলা হবে। যুব তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রামে তৃণমূলনেত্রী হারছেন বলে মিথ্যা প্রচার করছে বিজেপির আইটি সেল। ২ মে ফল ঘোষণার পর বিজেপির তরফে মিষ্টি বিলি করা হবে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।