West Bengal Elections 2021: 'ডুবন্ত নৌকায় আরেকজন উঠলে তাড়াতাড়ি ডুববে', যশবন্তের তৃণমূল-যোগ নিয়ে কটাক্ষ শমীকের
সাংবাদিক বৈঠকে বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharjee) বলেন, ‘বাংলার আতিথেয়তার সংস্কৃতির পরিচয় দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। কাল তাঁরা কেদারনাথজীকে (Kedarnath) ঘিরে ধরেছিলেন। তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। পুলিশ পরবর্তীতে গিয়ে সেই অতিথিকে সেখান থেকে নিয়ে আসে। অবশ্যই তিনি বহিরাগত ছিলেন।’ প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহার (Yashwant Sinha) তৃণমূলে (TMC) যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'যোগ দিতেই পারেন। ডুবন্ত নৌকায় আর একজন চাপলে তাড়াতাড়ি ডুবে যাবে। হেভিওয়েট এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।আন্তর্জাতিক আঙ্গিনায় দেশকে দিশা দেখিয়েছিলেন তিনি। তাঁর ওজন তৃণমূল কংগ্রেস নিতে পারবে না, এটা আমার বিশ্বাস।'






















