এক্সপ্লোর
ভুয়ো ভিডিও পেলে কী করবেন? ভিডিও বার্তায় জানালেন বিরাট, আয়ুষ্মান, কৃতি ও সারা
এবার ফেক ভাইরাল ভিডিও নিয়ে সরব ভারত অধিনায়ক কোহলি, প্রতিবাদে শামিল আয়ুষ্মান খুরানা, কৃতি শ্যানন, সারা আলি খান। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ-এর মাধ্যমে অনেক ভিডিও ফরওয়ার্ড হয়ে পৌঁছে যায় হাজার, হাজার মানুষের কাছে যা একেবারেই ভুল তথ্যে ঠাসা এবং মানুষকে নানান ভাবে বিভ্রান্ত করতে সক্ষম। এই ধরনের ভিডিও যাতে ফরওয়ার্ড না করা হয়, তার জন্যেই প্রতিবাদে মুখর এই তারকারা, একত্রিত হয়ে অনুরোধ করলেন, 'মত্ কর ফরওয়ার্ড'।
আরও দেখুন

















