এক্সপ্লোর
Hoy Ma Noy Boumo: তাজাকিস্তান থেকে এসে প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিয়েছেন আব্দু
আব্দুর ক্যারিশ্মায় আলোকিত ‘বিগ বস হাউজ’। তাজাকিস্তান থেকে এসে প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিয়েছেন আব্দু। সঙ্গে রয়েছেন সম্বুল আর শিব ঠাকরেও। আজ শুনে নেওয়া যাক বিগ বস সিজন সিক্সটিনের তিন তারকার গল্প।
আরও দেখুন

















