এক্সপ্লোর
‘সড়ক-২’ তে কেন নেননি সুশান্তকে? মুম্বই পুলিশকে কী জানালেন মহেশ ভট্ট?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় পরিচালক-প্রযোজক মহেশ ভট্টের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। সূত্রের খবর, বয়ানে বর্ষীয়ান পরিচালক দাবি করেন, সুশান্তের সঙ্গে তাঁর দুই বার দেখা হয়েছিল। কিন্তু তিনি কোনওদিন তাঁর সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে কিছু বলেননি। পাশাপাশি তিনি জানান, সড়ক-২ তে রিয়ার কারণে সুশান্তকে নিইনি, একথা সত্যি নয়।
আরও দেখুন






















