International Womens Day 2021: মাত্র ১৯ বছরে বয়সে এত সাহসী পদক্ষেপ!
তাঁর গল্প একদিনের নয়। তাঁর গল্প কোনও দিনে বাঁধা যায় না। আর গল্পই বা বলি কী করে? যা জীবন দিয়ে উপলব্ধি করেছেন তিনি, তাকে আর যাই হোক, গল্প বলা যায় না। স্বার্থ যখন গ্রাস করছে প্রায় সব কিছুই, তখন এই সাহসী মেয়ের হার না মানা লড়াই বুকে বল, মনে অনুপ্রেরণা জোগাবে অনেকের। তিনি যা করেছেন, তা জানার পর অনেকেই বলবেন, আয়, আরও বেঁধে বেঁধে থাকি। আয়, সবাইকে নিয়ে বাঁচি। উপলব্ধি হবে, ‘প্রত্যেকে আমরা পরের তরে’। রাখি দত্ত। সদ্য যুবতী। নিজের লিভারের বেশিরভাগ অংশই নিঃস্বার্থে দান করে দিয়েছেন তিনি। জীবন বাঁচিয়েছেন নিজের বাবার। তিনি যা করেছেন তা শুধুমাত্র একটা দিন অনুপ্রেরণা জাগিয়ে তুলবে না, বরং তিনি যা করেছেন তা বছরের ৩৬৫ দিনই গাঁথা থাকবে বুকে।
![TMC Inner Clash: বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কী বললেন শুভেন্দু?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/29/77f4cdb9aca63f2708ea5fa162c7dab31730201108438968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)