Ahmedabad Plane Crash: ওই অভিশপ্ত ফ্লাইটেই ওঠার কথা ছিল, আটকে দিল যানজট! প্রাণে বাঁচলেন ভূমি চৌহান
ABP Ananda LIVE : ছোট্ট শিশুকে মা-বাবার কাছে রেখে লন্ডনে ফিরছিলেন। বাড়ি থেকে বেরোতে তাই দেরী হয়ে গেছিল। এদিকে, ট্রাফিক জ্য়াম... সবে মিলে এয়ারপোর্টে পৌঁছতে ১০ মিনিট দেরি। বন্ধ হয়ে গেছিল চেক ইন। অনুরোধ সত্ত্বেও বিমানে ওঠার অনুমতি পাননি গুজরাতের বাসিন্দা, ভূমি চৌহান। আর এই ১০ মিনিটের দেরিই তাঁর জীবন বাঁচাল। যে প্লেনের ২৪১ জনের মর্মান্তিক পরিণতি হল...সেই প্লেনেই উঠতে না পারায় বেঁচে গেলেন ভূমি!কান ঘেঁষে বেরিয়ে গেল মৃত্য়ু।গাড়িতে বসে টেনশন ঘামছিলেন। হাতে ছিল ফ্লাইটের টিকিট। লন্ডনে ওড়া ছিল সময়ের অপেক্ষা। মনে হয়েছিল, ট্রাফিক জ্যাম সর্বনাশ করে দিল। কিন্তু শেষমেষ আজ সেই যানজটকেই ধন্যবাদ জানাচ্ছেন তিনি। আর বলছেন, এটা গণপতি বাপ্পার আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। বৃহস্পতিবার আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্য়েই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। বিমানে থাকা ২৪২ জন আরোহীর মধ্য়ে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে। বিমানটি ভেঙে পড়ে একটি হস্টেলের ক্যান্টিনে । আর তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে, পাশেই মেডিক্য়াল পড়ুয়াদের হস্টেলে। সেখানেও বহু জনের মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গেই। অর্থাৎ সব মিলিয়ে ২৬৫ জনের মৃত্যু সুনিশ্চিত। সেই হত ভাগ্যদের মধ্যে একজন হতে পারতেন ভূমি চৌহানও। কিন্তু ভাগ্য তাঁকে রক্ষা করল।


















