Ananda Sakal (Seg 4): দেশে করোনায় একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা । Bangla News
দেশে করোনায় একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। দেশে বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০। গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন।
গঙ্গাসাগর মেলা নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? এই বিষয়ে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের মন্তব্য, রাজ্য মনে করলে মেলা বন্ধ রাখতেই পারে।। কারণ সবার আগে স্বাস্থ্য। করোনা আবহে গঙ্গাসাগর মেলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
পাঞ্জাবে কৃষক সংগঠনের বিক্ষোভে আটকাল প্রধানমন্ত্রীর কনভয়। নিরাপত্তায় বড় গাফিলতি হয়েছে বলে বিবৃতি দিয়ে, পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাল্টা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নিরাপত্তায় কোনও ত্রুটিই ছিল না। বিষয়টি নিয়ে, অযথা রাজনীতি করছে বিজেপি।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)