India Pakistan News: 'কড়া জবাব দেওয়ার জন্য সতর্ক আছে সেনাবাহিনী', পাল্টা জবাব বিদেশমন্ত্রকের
ABP Ananda LIVE: 'পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে সেনাবাহিনী' । ২ ঘণ্টায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান' । সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান' । পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে পাকিস্তানকে' । 'প্রয়োজনে কড়া জবাব দেওয়ার জন্য সতর্ক আছে সেনাবাহিনী' । 'সঠিক পদক্ষেপ যেন নেয় পাকিস্তান, এটা বলে দেওয়া হয়েছে' । পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে পাল্টা জবাব বিদেশমন্ত্রকের
আরও খবর...
ভারতের সীমান্তবর্তী ৯টি শহরে দেখা গেল পাক ড্রোন! সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি । শ্রীনগর, জম্মু থেকে বারমেঢ়, ফিরোজপুর-ফের ব্ল্যাকআউট । রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা । সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার । জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার । জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি । সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের । সংঘর্ষ বিরতির ৫ ঘণ্টার মধ্যেই উধমপুরে পাক হামলা!। জম্মুর আখনুর সেক্টরে পাক গুলি, উধমপুরে বেজে উঠল সাইরেন । রাজৌরি, উধমপুর, আখনুর, নৌসেরা, পুঞ্চ, মেন্ধার, জম্মু, সুন্দেরবানি, আর্নিয়া, কাঠুয়া । জম্মুর ১১টি জায়গায় লাগাতার পাক সেনার গুলি, পাল্টা জবাব ভারতের
সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার চালাচ্ছে পাকিস্তান, সাংবাদিক বৈঠকে জানাল ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানের সেই সকল ভুয়ো দাবিকে খারিজ করেছে ভারত। মূলত সোশ্যাল পোস্টে, পাকিস্তান দাবি করেছে, তারা নাকি ভারতের একাধিক বায়ুসেনা ঘাটি গুড়িয়ে দিয়েছে। যা কিনা পুরোপুরি ভুয়ো। সাংবাদিক বৈঠকে পাকিস্তানের যাবতীয় সেই সকল ভুয়ো তথ্য ওড়ালেন বিদেশসচিব (Foreign Secretary Vikram Mishri )।


















