Arvind Kejriwal: পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রীর কেজরিওয়ালের, 'নিজেকে নির্দোষ প্রমাণ করতে..'
Arvind Kejriwal : দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়। জেলমুক্তির ২ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রীর। মানুষ সততার সার্টিফিকেট দিলে তবেই মুখ্যমন্ত্রীর পদে বসব। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মানুষের আদালতে যাব। দলীয় সভায় মন্তব্য কেজরিওয়ালের। রাজধানীতে নতুন ট্য়ুইস্ট! দু'দিন আগে জেল থেকে বেরিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি ঘোষণা করলেন, দু'দিনের মধ্য়ে মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমি এই মঞ্চ থেকে দাবি করছি নভেম্বর মাসে এই নির্বাচন এগিয়ে আনা হোক, মহারাষ্ট্রের সঙ্গে দিল্লির নির্বাচন করা হোক। দ্রুত নির্বাচন করানো হোক। যতদিন আপনাদের মতামত না পাচ্ছি ততদিন আমি দায়িত্ব সামলাবো না, যতদিন নির্বাচন না হচ্ছে, যেমন আমি বললাম, দু,দিন পরে আমি ইস্তফা দেব, যতদিন নির্বাচন না ততদিন আমার জায়গায় আম আদমি পার্টির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, আগামী দু-তিন দিনের মধ্যে বিধায়ক দলের বৈঠকে আগামী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে। আবগারি দুর্নীতির মামলায়, ED ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। ২৬ জুন তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে গ্রেফতার করে আরেক কেন্দ্রীয় এজেন্সি CBI। ১২ জুলাই ED-র মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান দিল্লির মুখ্য়মন্ত্রী। গত শুক্রবার সিবিআইয়ের মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। র দু'দিনের মধ্য়েই নাটকীয়ভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন কেজরিওয়াল। ABP Ananda LIVE