এক্সপ্লোর
পাচারের সময় উদ্ধার কোটি টাকার হাতির দাঁত, গন্ডারের শিং, মালবাজার থেকে গ্রেফতার ৩
হাতির দাঁত, গন্ডারের শিং। মূল্য প্রায় ১ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, এইসব সামগ্রী পাচার হওয়া রুখে দিল বন দফতর।
সূত্রের খবর, শুক্রবার বন দফতর খবর পায়, জলপাইগুড়ির মালবাজার এলাকা দিয়ে সিকিমে পাচার হবে হাতির দাঁত ও গন্ডারের শিং। ৩১ নম্বর জাতীয় সড়কে শুরু হয় নজরদারি। মালবাজার শহরে ঢোকার সময় দুটি গাড়িকে চিহ্নিত করা হয়। একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় আরোহীরা। দ্বিতীয় গাড়িটিকে ধরে ফেলেন বন দফতরের কর্মীরা। তাঁদের দাবি, গাড়ি থেকে হাতির দাঁত ও গন্ডারের শিং উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় প্রচুর ভুয়ো নথি। গ্রেফতার করা হয় তিন পাচারকারীকে।
বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া হাতির দাঁত ও গন্ডারের শিং অসমের জঙ্গল থেকে এনে ভুটান দিয়ে সিকিমে পাচারের ছক ছিল। ধৃতরা আলিপুরদুয়ারের জয়গাঁ, ভুটান ও সিকিমের বাসিন্দা। এরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান। বন দফতর সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। চোরাচালান চক্রের মূল পান্ডা অসমের বাসিন্দা।
সূত্রের খবর, শুক্রবার বন দফতর খবর পায়, জলপাইগুড়ির মালবাজার এলাকা দিয়ে সিকিমে পাচার হবে হাতির দাঁত ও গন্ডারের শিং। ৩১ নম্বর জাতীয় সড়কে শুরু হয় নজরদারি। মালবাজার শহরে ঢোকার সময় দুটি গাড়িকে চিহ্নিত করা হয়। একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় আরোহীরা। দ্বিতীয় গাড়িটিকে ধরে ফেলেন বন দফতরের কর্মীরা। তাঁদের দাবি, গাড়ি থেকে হাতির দাঁত ও গন্ডারের শিং উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় প্রচুর ভুয়ো নথি। গ্রেফতার করা হয় তিন পাচারকারীকে।
বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া হাতির দাঁত ও গন্ডারের শিং অসমের জঙ্গল থেকে এনে ভুটান দিয়ে সিকিমে পাচারের ছক ছিল। ধৃতরা আলিপুরদুয়ারের জয়গাঁ, ভুটান ও সিকিমের বাসিন্দা। এরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান। বন দফতর সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। চোরাচালান চক্রের মূল পান্ডা অসমের বাসিন্দা।
বাংলা
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
Advertisement