এক্সপ্লোর
‘কে চা খেতে যাবে, না যাবে ওরা ঠিক করবে?’ রাজারহাটে হামলা প্রসঙ্গে জানালেন দিলীপ
রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা। কে বাজারে চা খেতে না যাবে তাও ওরা ঠিক করছে। বিজেপি রাজ্য সভাপতির দাবি, তাঁকে গালিগালাজ করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারধর হয়। চেয়ার ও গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়। যারা মার খেয়েছে তারা অভিযুক্তদের নাম-সহ অভিযোগ দায়ের করবে বলে জানান তিনি। এই ঘটনা পুরোপুরি গুন্ডাগিরি।
আরও দেখুন

















