High Court: আদালতের নির্দেশের পরেও রাজ্যের একাধিক কলেজে খোলা ইউনিয়ন রুম
ABP Ananda LIVE: প্রায় ৮ বছর ধরে রাজ্যের কলেজগুলোতে ছাত্র ভোট না হলেও ইউনিয়ন রুম খোলাই থেকেছে এতদিন। কসবাকাণ্ডের আবহে এবার হাইকোর্ট নির্দেশ দিল, "যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানে ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না।" যদিও আদালতের নির্দেশের পরেও রাজ্যের একাধিক কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে, দুর্গাপুর মহিলা কলেজের ইউনিয়ন রুম খোলা ছিল। তবে আদালতের নির্দেশের পরে বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ইউনিয়ন রুম।


















