কুড়ি-কে বিদায় জানিয়ে একুশকে স্বাগত জানাতে তৈরি কলকাতা। করোনা আবহে সরকারি বিধিনিষেধে উধাও চেনা ভিড়। পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় মাতোয়ারা মানুষ।