(Source: ECI/ABP News/ABP Majha)
Corona Delta strain: বেশিরভাগ ভারতীয়ই কি করোনার ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন?
বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ রুখতে একমাত্র অস্ত্র হতে পারে সচেতনতা এবং ভ্যাকসিন (Vaccine)। ICMR-এর একটি সমীক্ষাও বলছে, ভ্যাকসিনেশনের পর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমে। এদিকে, কো-উইন পোর্টাল অনুযায়ী, শুক্রবার সন্ধে অবধি ভ্যাকসিনের দু’টি ডোজ পেয়েছেন ৭ কোটি ৯৩ লক্ষ ৭৩ হাজার ৭৮৩ জন। ভারতে প্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠেরো বছরের বেশি বয়সী নাগরিকের সংখ্যা ৯৪ কোটি। এর মধ্যে এখনও পর্যন্ত ভ্যাকসিনের জোড়া ডোজ পেয়েছেন মাত্র আট শতাংশ। তৃতীয় ঢেউ (Third Wave Of Corona) যখন চোখ রাঙাচ্ছে, তখন ICMR-এর সমীক্ষা ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বেশিরভাগ ভারতীয়ই কি করোনার ডেল্টা স্ট্রেনে (Corona Delta strain) আক্রান্ত হয়েছেন? ICMR-এর সাম্প্রতিক একটি সমীক্ষায় অনেকটা এমনই তথ্য উঠে এসেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সমীক্ষা বলছে, বেশিরভাগ করোনা আক্রান্ত, যাঁরা সংক্রমিত হওয়ার আগে ভ্যাকসিনের অন্তত একটা ডোজ নিয়েছিলেন, তাঁরা ডে ল্টা স্ট্রেনে আক্রান্ত ছিলেন। মোট আক্রান্তের মধ্যে প্রায় ৮৬ শতাংশের শরীরেই থাবা বসিয়েছিল ডেল্টা স্ট্রেন। এবার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) পর, তৃতীয় ঢেউ এলে কী হবে, সেই আশঙ্কা তৈরি হচ্ছে অনেকের মনেই।