College News: নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে, পুলিশ সূত্রে খবর
ABP Ananda LIVE: ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ।
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে গোপনে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে'। সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।

















