HS Result Controversy: আবেদন করে উত্তীর্ণ উচ্চমাধ্য়মিকে অকৃতকার্যরা, বাকিদের জন্য় আবেদনের সুযোগ
উচ্চমাধ্য়মিকে আবেদন করে উত্তীর্ণ অকৃতকার্যরা। আবেদের ভিত্তিকে অকৃতকার্যদের প্রায় ৯০% উত্তীর্ণ। বাকিদের জন্য থাকছে স্কুল মারফত আবেদনের সুযোগ। স্কুলগুলি ভুলভ্রান্তি কাটিয়ে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত। ২৯ জুলাই থেকে স্কুলগুলিকে পরিমার্জিত মার্কশিট। ৩০ জুলাই থেকে অকৃতকার্যদের নতুন মার্কশিট। জানালেন উচ্চমাধ্য়মিকের শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
কলকাতা থেকে জেলা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে অব্যাহত বিক্ষোভ। পাস করানোর দাবিতে চাকুলিয়ায় বিক্ষোভ, ভাঙচুর। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণুপুরের পীরতলায় পড়ুয়াদের পথ অবরোধ। আমতলা-বারুইপুর রোড আটকে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসন্তীর চুনাখালিতেও পথ অবরোধ। অন্য়দিকে দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণপুরের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ। আমতলা, বারুইপুর রোড অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।