Anubrata Mondal: অনুব্রতর আইফোনের ফেসটাইম থেকে ফোন, আইসি-কে হুমকি কাণ্ডে উল্লেখ FIR-এ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অনুব্রতর আইফোনের ফেসটাইম থেকে ফোন, আইসি-কে হুমকি কাণ্ডে উল্লেখ FIR-এ । IC লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ । 'অনুব্রত মণ্ডলের আইফোনের ফেসটাইমে লিটন হালদারকে ফোন' । 'IC-র সর কারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত' । IC তখন থানায় তাঁর ঘরে ছিলেন, উল্লেখ লিটন হালদারের অভিযোগপত্রে । অনুব্রতর ফেসটাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের লিটন হালদারের । এত বিস্তারিত তথ্য দেওয়ার পরও কেন কেষ্টর ফোন বাজেয়াপ্ত নয়, উঠছে প্রশ্ন । 'প্রয়াত মা এবং স্ত্রীকে টেনে IC-কে অশালীন হুমকি' । 'ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কথা বলে অপমান, মানসিকভাবে হেনস্থা' । 'দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি' । অনুব্রতর বিরুদ্ধে লিটনের অভিযোগপত্রে উল্লেখ IC লিটন হালদারের । ভয় দেখানো এবং সরকারি কাজে হস্তক্ষেপ করাই উদ্দেশ্য ছিল, অভিযোগ লিটনের
আরও খবর...
খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে !
গতকাল বয়ে গেছে ঝড় ভবানীপুরে। সুকান্তর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে হতে হয়েছে গ্রেফতার, লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা প্রতিবাদী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যয়কে। এদিকে লালবাজার থেকে ছাড়া পেয়েই হুঁশিয়ারি ছুড়েছেন তিনি। 'দেখে নেব..'। সূত্র মারফৎ খবর, তবে এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলা চিকিৎসকের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে কাউন্সিল । জোড়া নোটিসে গরহাজির, এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিসের প্রস্তুতি । রজতশুভ্রকে তলবের নোটিসের প্রস্তুতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের।

















