IND Vs Pakistan:ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে লিলি-থমসন জুটির তুলনা টানেন রাজীব ঘাই
ABP Ananda Live: 'আজ বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। আরও অনেক ভারতীয়র মতো আমারও প্রিয় ক্রিকেটার বিরাট। আজ ক্রিকেটের কথা আলোচনা করাই উচিত।'
তারপরই তিনি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা টানেন লিলি-থমসন জুটির। বলেন, 'আমি তখন স্কুলে পড়তাম। সত্তরের দশক। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বিখ্যাত অ্যাশেজ সিরিজ চলছিল। অস্ট্রেলিয়ার দুই ফাস্টবোলার - জেফ থমসন ও ডেনিস লিলি ইংল্যান্ডের ব্যাটিং তছনছ করে দিয়েছিল। অস্ট্রেলিয়া সেই সময় একটা বিখ্যাত লাইন বলেছিল। অ্যাশেজ টু অ্যাশেজ, ডাস্ট টু ডাস্ট, ইফ থমো ডোন্ট গেট ইউ, লিলি মাস্ট।' বাংলা করলে দাঁড়ায়, থমসন তোমাকে কাবু করতে না পারলেও লিলি করবেই। মন্তব্য ভারতীয় সেনার।
৩২টি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে
স্বাভাবিক হওয়ার পথে দেশের অসামরিক বিমান পরিষেবা। ৩২টি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে। ভারত-পাক উত্তেজনার আবহে ৯-১৫ মে পর্যন্ত শ্রীনগর ও অমৃতসর-সহ উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়। নতুন করে সীমান্ত সংঘর্ষের খবর না মেলায় ধীরে ধীরে সেগুলিকে চালু করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হয়েছে। তবে আজও বন্ধ শ্রীনগর এয়ারপোর্ট। আগামীকাল থেকে উড়ান পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে।


















