IND Vs Pakistan: শত্রুপক্ষের প্লেন দেশের মাটি স্পর্শ করার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে: ভারতীয় নৌ সেনা
ABP Ananda Live: ভারতীয় নৌসেনা, প্ল্যান করে সমুদ্রের বিভিন্ন স্তরে বলয় তৈরি করে নিজেদের সর্বোচ্চ শক্তি খাটিয়েছে। ভারতীয় রেডার সিস্টেমকে যথোপযুক্তভাবে কাজে লাগানো হয়েছে। শত্রুপক্ষের উড়োজাহাজ দেশের মাটি স্পষ্ট করার অনেক আগেই তাঁদের ধ্বংস (Nuetralize) করে দেওয়া হয়েছে। শত্রুপক্ষের পাঠানো সমস্ত সঙ্কেত ধরতে পেরেছে। এবং যাবতীয় হুমকির যোগ্য জবাব দিয়েছে ভারতীয় নৌসেনা।
বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী বলেন, আমাদের এয়ার অপারেশনের কিছু ফলাফল দেখুন। এই হচ্ছে পাসরুর (পাকিস্তান) এয়ার ডিফেন্স সিস্টেম। স্ট্রাইকের পর এই রেডার পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। চাকলালা এয়ারফিল্ড, নুর খান, গুরুত্বপূর্ণ এয়ারবেস, এখানে বহু লজিস্টিক অ্যাসেট রয়েছে। পাকিস্তান সোশাল মিডিয়ায় মিথ্যের ফুলঝুরি ছোটাচ্ছে। কিন্তু, ভারতীয় সেনা একেবারে ছবি দেখিয়ে, তথ্য দিয়ে জানিয়ে দিল, পাকিস্তানের চুনিয়া এয়ার ডিফেন্স রেডার,আরিফওয়ালা এয়ার ডিফেন্স রেডার, সারগোধা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড,সাক্কার এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড, জেকোবাবাদ এয়ারফিল্ড সহ কোথায় কীভাবে আঘাত হেনে ধ্বংস করেছে তারা।


















