Haryana: হরিয়ানায় তিনতলা বাড়ি ভেঙে মৃত ১, বেশকিছু জনের আটকে থাকার আশঙ্কা
হরিয়ানার (Haryana) গুরুগ্রামে ভেঙে পড়ল বহুতল। একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও ৫-৬ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা। গতকাল সন্ধেয় গুরুগ্রামের খাওয়াসপুরে তিনতলা বাড়ি ভেঙে পড়ে। উদ্ধারকাজে নামেন এনডিআরএফ (NDRF), সিভিল ডিফেন্সের কর্মীরা। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পে লোডার এনে বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
অন্যদিকে, দার্জিলিং (Darjeeling), দিঘা (Digha), বীরভূমের (Birbhum) পর এবার বকখালি (Bakkhali)। RT-PCR নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিনেশন (Vaccination) সার্টিফিকেট না থাকলে মিলছে না পর্যটন কেন্দ্রে ঢোকার ছাড়পত্র। নিয়মের একই কড়াকড়ি বীরভূম, বাঁকুড়ায় (Bankura)। বিধির গেরোয় মার খাচ্ছে ব্যবসা, দাবি হোটেল ব্যবসায়ীদের। করোনার দ্বিতীয় ঢেউ (Corona 2nd Wave) অনেককেই অসময়ে ভাসিয়ে নিয়ে গেছে খড়কুটোর মতো। এখন সংক্রমণ (Corona Infection) কিছুটা কমলেও, তৃতীয় ঢেউ যে অনিবার্য, সেই আশঙ্কাবাণী বারবার শোনো যাচ্ছে বিশেষজ্ঞদের মুখে। এই প্রেক্ষিতেই কড়া বিধি-নিষেধ মেনে পর্যটনকেন্দ্রে যেতে পারছেন পর্যটকরা। কিন্তু যাঁরা প্রাথমিক শর্ত মেনে পর্যটনকেন্দ্রে ঢোকার ছাড়পত্র পাচ্ছেন, তাঁরাই বা বিধি মানছেন কতটুকু? মুখ নেই মাস্ক, সোশ্যাল ডিস্ট্যান্সিং কী জিনিস বোঝা দায়।