PM Modi: কৃষকদের অসুবিধাকে কাছ থেকে দেখেছি, অগ্রাধিকার দিয়েছি কৃষক-কল্যাণকে : নরেন্দ্র মোদি | Bangla News
আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চলতি বছরে চতুর্থবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি গুরু নানকের আবির্ভাব দিবসে দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, "দেড় বছর পর খুলে গিয়েছে কর্তারপুর করিডর। আমাদের সরকার সেবা ভাবনায় চলে। কৃষকদের অসুবিধাকে কাছ থেকে দেখেছি। কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। দেশের বেশিরভাগ কৃষক ক্ষুদ্র কৃষক। এই সব কৃষকদের জীবন আটকে ছোট মাপের জমিতে। প্রজন্মর পর প্রজন্ম সেই জমি উত্তরাধিকার সূত্রে আরও ছোট হয়েছে।" তিনি যোগ করেন, "বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সুবিধা দেওয়া হয়েছে। ফসল বিমা যোজনার মধ্যে অনেক বেশি কৃষককে আনা হয়েছে। কৃষকদের সহজে ক্ষতিপূরণ দিতে নিয়ম সংশোধন করা হয়েছে।"
![Maha Kumbh:নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, তাও নড়ল না টনক, পাটনা স্টেশনে ঠাসাঠাসি ভিড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e0fc66350a3d2e12cfb54f3f8594176f1739800238375535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)