Indian Army: সেনায় স্বল্প মেয়াদের চুক্তিতে বিশেষ প্রকল্প আনছে প্রতিরক্ষামন্ত্রক।Bangla News
সেনায় স্বল্প মেয়াদের চুক্তিতে নিয়োগের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক। সংবাদমাধ্যম ANI সূত্রে খবর, অগ্নিপথ নিয়োগ প্রকল্পে ৩ বছরের জন্য চুক্তির ভিত্তিতে সেনার তিন শাখায় নিয়োগ করা হবে। ৩ বছরের পর কেউ চাইলে সেনাবাহিনীতে থাকতে পারেন। তিন বছরের মধ্যেই উপযুক্ত প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে মোতায়েন করা হবে বিভিন্ন ক্ষেত্রে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনা, নৌ ও বিমান বাহিনীতে প্রায় সোওয়া এক লক্ষ শূন্যপদ রয়েছে। করোনা পরিস্থিতিতে সেনায় নিয়োগও খুব একটা হয়নি। এই পরিস্থিতিতে স্বল্প মেয়াদে সেনায় নিয়োগের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এর রূপরেখা প্রায় চূড়ান্ত। প্রতিরক্ষামন্ত্রকের চূড়ান্ত অনুমোদন পেলেই চালু হবে প্রকল্প।



















