Jammu Kashmir Floods: বৈষ্ণোদেবীর পথে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু, এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর
ABP Ananda live: মেঘভাঙা বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস। অন্তত ৩২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনার জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে। জমমু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। প্রভাব পড়েছে জম্মু-কাটরা রেলপথেও। ধসে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী।
পড়ুয়াদের 'আবদারে' স্থগিত! TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে ব্যাখ্যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের
বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য় পরীক্ষার দিন না বদলে শেষ অবধি নিজের অবস্থানেই অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়। একেবারে শেষবেলায় বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করলেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। তাঁর দাবি, পড়ুয়াদের আবদার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে সমাবেশ। আর বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা। কোনও রাজনৈতি দলের সভা-সমাবেশের জন্য় পরীক্ষা বদলানো যায় না। এই কথাতেই শুরু থেকে শেষ অবধি অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। পাল্টা শুরুর মতোই শেষ অবধিও তাঁকে লক্ষ্য় করে আক্রমণ শানাল তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিনই পরীক্ষা নিয়ে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়। একেবারে শেষবেলায় বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। তাঁর দাবি, তেমন কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না। পড়ুয়াদের আবদার রাখতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

















