Indian Army: পাকিস্তানকে সবক শেখানো হল, হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রকের
ABP Ananda Live: জঙ্গি হামলার জবাবে রাফাল দিয়ে ভারতের ৩ বাহিনীর যোগ্য জবাব। পাকিস্তানকে সবক শেখানো হল, হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রকের।
'অপারেশন সিঁদুরে' অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন
অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। অপারেশন সিঁদুরের পর জানানো হল বায়ুসেনার তরফে। পাকিস্তানে এয়ারস্ট্রাইক, মার্কিন প্রতিরক্ষাসচিবের সঙ্গে ডোভালের কথা। পাকিস্তানকে প্রত্যাঘাত, রাশিয়া-ব্রিটেনকে জানাল ভারত। ‘কোনও পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। টার্গেট স্থির এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা’, বিবৃতি দিয়ে জানাল প্রতিরক্ষামন্ত্রক। ‘সুবিচার হয়েছে, জয় হিন্দ’, এক্স হ্যান্ডলে পোস্ট ভারতীয় সেনার। জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, ধর্মশালা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ। ভুজ, জোধপুর, জামনগর, চণ্ডীগড়, রাজকোটেও ওঠানামা করছে না কোনও বিমান। আজ বেলা ১২টা পর্যন্ত বন্ধ সবকটি বিমানবন্দর।
অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক উড়ানকে ঘোরান হল দিল্লিতে।


















