Kashmir Attacks: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি
ABP Ananda LIVE: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি। এই ৩ জনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান। গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান-উল- হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গণিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোরায় । আরেক লস্কর জঙ্গি শহিদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল ও বিজবেহারায়
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ। জঙ্গি তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি। পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয় তালিকায় প্রকাশ জম্মু ও কাশ্মীর পুলিশের।
'টাকাটা ফ্যাক্টর নয়, আমরা যোগ্য সেটা প্রমাণ করা দরকার', মন্তব্য চাকরিহার শিক্ষাকর্মীর। বন্ধ কারখানার মতো চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য এবার ভাতা । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, শিক্ষাকর্মীদের জন্য রাজ্যের ভাতা । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার । চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেবে সরকার । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর । কারা যোগ্য-অযোগ্য, এখনই তা বলতে পারব না, তালিকা পাইনি । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর


















