Kashmir News: বারামুলা, উধমপুরের পর এবার বান্দিপুরা, চলছে গুলির লড়াই
ABP Ananda Live: বারামুলা, উধমপুরের পর এবার বান্দিপুরা। জঙ্গল ঘিরে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার। বাজিপোরার জঙ্গলে পর পর গুলির শব্দ। জঙ্গলের ভিতরে লুকিয়ে জঙ্গি, খবর ANI সূত্রে।
উত্তর সিকিমে ভয়াবহ ধস! প্রবল বৃষ্টি, আটকে হাজার হাজার পর্যটকরা, বড় নির্দেশ প্রশাসনের
ফের প্রাকৃতিক বিপর্যয় সিকিমে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারত্তর সিকিমে ভূমিধসের কারণে প্রায় ১,০০০ পর্যটক আটকা পড়েছেন। সেখানেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তারা জানিয়েছে, চুংথাং-এ প্রায় ২০০ পর্যটকের গাড়ি আটকা পড়েছে এবং যাত্রীরা সেখানে একটি গুরুদ্বারে অবস্থান করছেন। চুংথাং রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানিয়েছে যে লাচেন-চুংথাং সড়কের মুনশিথাং এবং লাচুং-চুংথাং সড়কের লেমা/বব-এ ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে। তার ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

















